শেরপুরে গৃহবধূ ফজিলা হত্যার বিচার ও হত্যাকারীর গ্রেপ্তার দাবি
শেরপুর সদর উপজেলার চরশেরপুরে গৃহবধূ ফজিলা হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্বজনরা। আজ শনিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তাঁরা। এ সময় বলা হয়—মামলা প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন আসামিরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হত্যা মামলার বাদী নিহত ফজিলা খাতুনের ছোটভাই নূরনবী বলেন, ‘২০২১ সালের ২৮ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁর বোনকে হত্যা করা হয়।’
নূরনবী বলেন, ‘চরশেরপুর টাঙ্গারিয়া পাড়া গ্রামের দরিদ্র কৃষক তহুর আলীর স্ত্রী ফজিলা খাতুনকে প্রথমে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। পরে তাঁকে শেরপুর সদর হাসপাতালে ভর্তির তিন দিন পর সে মারা যায়। এ ব্যাপারে তিনি নিজে বাদী হয়ে একটি হত্যামামলা করেন। কিন্তু, আসামিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।’
নূরনবী লিখিত বক্তব্যে জানান, মরদেহের সুরতহাল রিপোর্টে আঘাতের চিহ্ন থাকলেও ময়নাতদন্তের প্রতিবেদনে স্ট্রোকজনিত মৃত্যু দেখানো হয়।
সংবাদ সম্মেলনে নিহত ফজিলা খাতুনের ৬ বছরের ছেলে মোহ ও পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন।