আপনার জিজ্ঞাসা
অভিভাবক ছাড়া বিয়ে করতে পারব কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭৩০তম পর্বে টেলিফোনের মাধ্যমে ফেরদাউস আমিন জানতে চেয়েছেন, অভিভাবক ছাড়া কি বিয়ে করতে পারব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : অভিভাবক ছাড়া কি বিয়ে করতে পারব? আমি প্রাপ্তবয়স্ক, এটা করা কি আমার জন্য উচিত?
উত্তর : বিয়ে করতে চাচ্ছেন ভালো কথা, এটি তো সামাজিক বিষয়। এত গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আপনি কেন অভিভাবককে জানাতে চান না। কেন জানাতে চান না সেটার কারণ জানতে না পারলে তো আমরা ধারণা করে কিছু বলতে পারি না। এখানে কিছুটা ঘাটতি আছে। এখানে ইসলামি শরীয়ার নিয়ম হলো, অভিভাবকের অনুমতি সাপেক্ষে সবাইকে নিয়ে বিয়ে করাটাই উত্তম। বিয়েটা এমন নয় যে, প্রাপ্তবয়স্ক হলেই আপনি বিয়ে করবেন। মনমতো বিয়ে করে ফেলবেন এটা এমন ব্যাপার নয়। এটা গুরুত্বপূর্ণ সামাজিক দিক। এখানে দায়িত্বের দিক জড়িত আছে। অবশ্যই আপনি অভিভাবকে নিয়েই বিয়ে করবেন। আপনার জন্য জায়েজ আছে নিজের বিয়ের সিদ্ধান্ত নেওয়া, কিন্তু জায়েজ মানেই যে আপনি বাবা-মায়ের অবাধ্য হন তাহলে তো হয় না। পিতা-মাতার বাধ্যতা না মানলে তো আপনি কবিরাহ গুনাহই করে ফেললেন। তাই বলব, পরিবারকে জানিয়ে সবাইকে নিয়েই বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ করুন।