পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়ে ইসরায়েলি সেনারা তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেছেন ফিলিস্তিনের কর্মকর্তারা। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা।
তবে, ইসরায়েলি সেনাদের গুলিতে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কর্মকর্তারা জানিয়েছেন, জেনিন শহরে একটি গাড়ির ভেতরে তিন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ওই ব্যক্তিরা গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলি সেনারা তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি করে। এ সময় ওই এলাকায় ‘তীব্র সংঘর্ষ’ চলছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, তাঁরা তিন ফিলিস্তিনির নিহত হওয়ার খবরটি খতিয়ে দেখছে।
ঘটনাস্থলে থাকা আন্তর্জাতিক এক বার্তা সংস্থার একজন ফটোগ্রাফার জানিয়েছেন, তিনি মর্গে তিন তরুণের মৃতদেহ এবং অসংখ্য বুলেটবিদ্ধ একটি গাড়ি দেখেছেন।