প্রভাস নন, এখন তামিলনাড়ুর বস কমল হাসান!
বক্স অফিসে ঝড় তুলেছে তামিল সুপারস্টার কমল হাসানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিক্রম’। পৌঁছেছে ৩০০ কোটির ক্লাবে। এবার আরেক রেকর্ড যুক্ত হলো কমল হাসানের ক্যারিয়ারে।
লোকেশ কনগরাজ পরিচালিত এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, বিজয় সেতুপতি ও সুরিয়া। প্রেক্ষাগৃহে বহুভাষিক এ সিনেমা মুক্তি পায় ৩ জুন। তারকাবহুল ‘বিক্রম’ সিনেমার বাজেট ১৫০ কোটি রুপি।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, মুক্তির ১৫ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘বিক্রম’ সংগ্রহ করেছে ৩৪৮.৮২ কোটি রুপি (গ্রস)।
বিনোদনভিত্তিক পোর্টাল পিঙ্কভিলার প্রতিবেদন, মুক্তির ১৬তম দিনে আজ শনিবার ইতিহাস সৃষ্টি করেছে কমল হাসানের ‘বিক্রম’, হয়েছে তামিলনাড়ু বক্স অফিসের সর্বোচ্চ সংগ্রাহক। গতকাল কমল হাসানের এই মেগা-ব্লকবাস্টার তামিলনাড়ুতে অল-টাইম রেকর্ড গড়তে কয়েক লাখ রুপি পিছিয়ে ছিল। শনিবার সকালের শোতেই তা পূরণ হয়েছে। আজ নিশ্চিত ১৫০ কোটি অতিক্রম করবে সিনেমাটি, যা হবে তামিলনাড়ু বক্স অফিসে সর্বকালের সেরা। বাণিজ্য বিশ্লেষকদের আশা, এই রাজ্যে ‘বিক্রম’ ১৭৫ কোটির মাইলফলক স্পর্শ করবে।
তামিলনাড়ু বক্স অফিসে সেরা ১০ সিনেমা
১. বিক্রম (১৫০ কোটি রুপি, শনিবারসহ)
২. বাহুবলি : দ্য কনক্লুসন (১৪৬.১০ কোটি রুপি)
৩. মাস্টার (১৪২ কোটি রুপি)
৪. বিগিল (১৪০.৮০ কোটি রুপি)
৫. সরকার (১৩১ কোটি রুপি)
৬. বিশ্বাসম (১২৮ কোটি রুপি)
৭. মার্সাল (১২৬.৭০ কোটি রুপি)
৮. বিস্ট (১১৯.৮০ কোটি রুপি)
৯. ২.০ (১১৩.২০ কোটি রুপি)
১০. কেজিএফ : চ্যাপ্টার ২ (১০৯.৭০ কোটি রুপি)
কমল হাসানের পাঁচ দশকের বেশি ক্যারিয়ার। তবে এবারই প্রথম তাঁর সিনেমার মুক্তি-পূর্ব ব্যবসা ২০০ কোটির ঘর স্পর্শ করেছে। দেশ ও দেশের বাইরে এ সিনেমার স্বত্ব চড়া মূল্যে বিক্রি হয়েছে।
তামিল, তেলেগু, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ‘বিক্রম’। বিশেষ দৃশ্যে দেখা গেছে সুরিয়াকে। এ সিনেমা প্রযোজনা করেছে কমল হাসানের প্রযোজনা সংস্থা রাজ কমল ফিল্ম ইন্টারন্যাশনাল।
গুঞ্জন রয়েছে, শিগগিরই মেগাস্টার রজনীকান্তকে নিয়ে একটি সিনেমা পরিচালনা করবেন লোকেশ কনগরাজ, যেটি প্রযোজনা করবে কমল হাসানের প্রযোজনা সংস্থা। দুই বছর ধরে এ প্রকল্প নিয়ে কানাঘুষা চলছে।