ইংল্যান্ড পরীক্ষার আগে করোনায় আক্রান্ত অশ্বিন
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো ড্র দিয়ে। এবার অন্য দেশে খেলার পালা ভারতীয় ক্রিকেট দলের। লম্বা সফরে উড়াল দিয়েছেন রাহুল-পন্থরা। তবে মূল লড়াইয়ের আগে বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। সফরের আগে করোনায় আক্রান্ত হয়েছেন দলটির তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
মোট তিন দলের বিপক্ষে লম্বা সফরে করবে ভারতীয় দল। প্রথমে আয়ারল্যান্ড হয়ে ইংল্যান্ড, এরপর পাড়ি দেবে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে স্থগিত হয়ে যাওয়া এজবাস্টন টেস্টও খেলার কথা ভারতীয়দের। কিন্তু এই সফরের আগেই অশ্বিনকে নিয়ে ধাক্কা খেল ভারত।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আপাতত ইংল্যান্ড সফরে যাওয়া হয়নি অশ্বিনের।
মূলত টেস্টের জন্য অশ্বিনকে প্রয়োজন ভারতের। টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ১ জুলাই থেকে। তার আগে অশ্বিন সুস্থ হয়ে উঠবে বলেই আশাবাদী ভারত। বর্তমানে নিয়ম অনুসারে, কোয়ারেন্টিনে আছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
অশ্বিন ছাড়া ভারত দলের অনেকে এরই মধ্যে লেস্টারে চলে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে বাকিরাও লন্ডনে পৌঁছেছেন। আজ মঙ্গলবার লেস্টারে যাওয়ার কথা তাঁদের।