স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এলো ‘সারথী’
বাংলাদেশ সরকারের ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজির (এনএফআইএস) আওতায় আগামী ২০২৪ সালের মধ্যে ব্যাংক হিসাবের বাইরে থাকা প্রাপ্তবয়স্কদের আর্থিক অন্তর্ভুক্তির অধীনে নিয়ে আসতে ডিজিটাল মাইক্রোক্রেডিট স্কিমের অধীনে চালু হলো ‘সারথী’।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পোশাকশ্রমিকদের আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে নিয়ে আসার উদ্যোগে গৃহীত এই কর্মসূচির উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দেশের দুই লাখ শিল্পশ্রমিক এবং তাঁদের এলাকাবাসীদের আনুষ্ঠানিক আর্থিক পরিষেবার আওতায় আনতে এই উদ্যোগ নিয়েছে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ।
মেটলাইফ ফউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এখনও যে ৭১ শতাংশ জনগোষ্ঠী ডিজিটালভাবে লেনদেনের বাইরে রয়েছেন, তাঁদের একটি অংশকে এই সেবার অধীনে আনা হবে। পাশাপাশি আরএমজি ক্লাস্টারে থাকা শিল্পশ্রমিকদের আধুনিক আনুষ্ঠানিক সঞ্চয় বাড়িয়ে ব্যংক ঋণের সু্যোগ তৈরি করে বিভিন্ন স্বাস্থ্য বিমা ও নিয়মিত ডিজিটাল লেনদেনের আওতায় এনে তাঁদের আর্থিক স্বাস্থ্যের উন্নতি সাধন করা হবে।
ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আয়োজকদের সাধুবাদ জানিয়ে উদ্ভাবনী এই উদ্যোগটি স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সাথে সাদৃশ্যপূর্ণ বলে মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী।
প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক প্রজ্ঞা পারমিতা সাহা। এর আগে সারথী টিম লিডার বিপাশা শারমিন হোসেন কীভাবে শতভাগ প্রাপ্তবয়স্কদের ২০২৪ সালের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে আনা যায়, সে বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেটলাইফ ফাউন্ডেশনের সহকারী ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণ ঠাকার; মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমেদ; সুইসকন্টাক্ট দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মনীশ পান্ডে এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির অগ্রগতি : তৈরি পোশাক কর্মীদের সুযোগ তৈরি’ বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ রাশেদ; বিজিএমইএ পরিচালক আসিফ ইব্রাহিম; বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম; বেস্টসেলারের রেসপনসিবল সোর্সিং, সোশ্যাল ও লেবার ম্যানেজার জাহাঙ্গীর আলম; ব্যাংক এশিয়ার ডিএমডি মো. জিয়াউল এইচ. মোল্লা; বিকাশ এর চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) এবং নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ।