শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ভালো না করলেও উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। যা প্রভাব রেখেছে টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে। দারুণ পারফরম্যান্সে টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে আরও এগিয়ে গেলেন বাংলাদেশি তারকা।
টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ এগিয়েছেন সাকিব। টপকে গেছেন রবিচন্দ্রন অশ্বিন ও জেসন হোল্ডারকে। দুই ধাপ এগিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ বুধবার দুপুরে এক সংবাদ বিবৃতিতে র্যাঙ্কিংয়ে হালনাদের তথ্য জানিয়েছে আইসিসি। নতুন র্যাঙ্কিং অনুসারে, সাকিবের ওপরে কেবল আছেন রবীন্দ্র জাদেজা।
র্যাঙ্কিংয়ে ৩৮৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন ভারতীয় তারকা। অ্যান্টিগা টেস্টে দুই ইনিংসে হাফসেঞ্চুরি করা সাকিব ৩৪৬ রেটিং পয়েন্ট নিয়ে আছেন দ্বিতীয়তে। এবার সিরিজের দ্বিতীয় টেস্টে সেন্ট লুসিয়াতে ব্যাটে-বলে দারুণ কিছু করলেই শীর্ষস্থান ফিরে পাবেন বাংলাদেশি তারকা।
সাকিবের পর ৩৪১ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছেন অশ্বিন। ৩২৯ রেটিন নিয়ে চারে আছেন জেসন হোল্ডার। পাঁচে আছেন ইংলিশ তারকা বেন স্টোকস। তাঁর রেটিং ৩০৭।
এর আগে ২০১১ সালের ডিসেম্বরে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন সাকিব। লম্বা সময় সেটা ধরে রেখেছেন তিনি। কিন্তু মাঝে আইসিসির নিষেধাজ্ঞা ও চোটের কারণে শীর্ষস্থান হারান বাংলাদেশি তারকা। ফের নিজের শীর্ষস্থান ফিরে পাওয়ার পথে আছেন এই অলরাউন্ডার।
অলরাউন্ডারদের পাশাপাশি ব্যাটারদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন সাকিব। এই তালিকায় সাকিবের উন্নতি ১৪ ধাপ। লম্বা লাফ দিয়ে ব্যাটারদের তালিকায় ৩২নম্বরে উঠেছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক। ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে এক নম্বরে জায়গা ধরে রেখেছেন ইংলিশ তারকা জো রুট।