টি-টোয়েন্টিতে সেরা দলের খোঁজে হাথুরুসিংহে
গত বছর ওয়ানডেতে দারুণ সফল ছিল বাংলাদেশ। সে তুলনায় টি-টোয়েন্টি ক্রিকেটে তেমন ভালো করতে পারেননি মাশরাফি-সাকিবরা। গত নভেম্বরে এমনকি জিম্বাবুয়েকেও টি-টোয়েন্টি সিরিজে হারাতে পারেনি লাল-সবুজের দল। দুই ম্যাচের সিরিজটি শেষ হয়েছিল ১-১ সমতায়। চন্ডিকা হাথুরুসিংহের ধারণা, ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ এখনো নিজেদের গুছিয়ে নিতে পারেনি। সামনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে টি-টোয়েন্টি দলের জন্য সেরা সমন্বয় দাঁড় করানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বাংলাদেশের কোচ।
আগামী শুক্রবার থেকে খুলনায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ জয়ের পাশাপাশি টি-টোয়েন্টির জন্য একটা আদর্শ দল খুঁজে বের করাই হাথুরুসিংহের লক্ষ্য। বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এই সিরিজে অবশ্যই জিততে চাই আমরা। সেই সামর্থ্যও আমাদের আছে। অবশ্য ওয়ানডের মতো টি-টোয়েন্টিতে এখনো একটা ভালো লাইনআপ দাঁড় করাতে পরিনি। তাই এই সিরিজে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করতে চাই।’
দল সম্পর্কে বাংলাদেশ কোচের অভিমত, ‘টি-টোয়েন্টি দল নিয়ে আমরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছি। ভালো একটা দল গঠন করাই এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ব্যাটিং নিয়ে আমাদের বেশি ভাবতে হচ্ছে।’
গত নভেম্বর-ডিসেম্বরে বিপিএলে খেলার কারণে বাংলাদেশের ক্রিকেটাররা এখন টি-টোয়েন্টির মেজাজে আছেন। সেটা দলকে বাড়তি সুবিধা দিতে পারে বলে
মনে করছেন হাথুরুসিংহে, ‘কিছু দিন আগে বিপিএল হওয়ায় আমাদের জন্য কিছুটা সুবিধাই হয়েছে। অবশ্য বিপিএলের শুরুর দিকে জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড় তেমন ভালো করতে পারেনি। তবে শেষ দিকে তারা ভালোই পারফর্ম করেছে।’
দলে নবাগত নুরুল হাসানকে নিয়ে যথেষ্ট আশাবাদী হাথুরুসিংহে, ‘নুরুল হাসানের ব্যাটিং আর উইকেটরক্ষণ দুটোই বেশ ভালো। বিশেষ করে তার উইকেটরক্ষণের প্রশংসা করছে সবাই। বিপিএলে সে তেমন বড় কোনো ইনিংস খেলতে পারেনি। তবে তার স্ট্রাইক রেট বেশ ভালো ছিল।’