পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছিল। সেতুটি যাতে না হয় সে ব্যবস্থাও করা হয়েছিল। আপনারা সবই জানেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে হাল ধরেছিলেন বলেই আজকে পদ্মা সেতু হয়েছে। ঢাকার মেট্রো রেল হয়েছে। চট্টগ্রামের টানেল হয়েছে।’
সমাবেশে ১০০ জন মাদক ব্যবসায়ীর স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন ও অবৈধ কিডনি পাচার চক্রের শিকার ১৫ জন অসহায়, দুস্থ ও অসুস্থ কিডনিদাতাকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল অলম দুদু।
এ সময় জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহম্মাদ ভূঁইয়া এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে পুলিশ লাইনস হাইস্কুলের নামকরণ ‘শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইনস হাইস্কুল’ এবং নবনির্মিত মুক্তিযোদ্ধা কর্নার ‘গৌরবময় স্বাধীনতা’র উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।