শেষ পর্যন্ত রোটেশন পদ্ধতি চালু করতে যাচ্ছে বিসিবি
অবশেষে বহুল প্রতীক্ষিত রোটেশন পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর মুস্তাফিজুর রহমানকে সফরে সাদা বলের সিরিজ থেকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
কয়েক দিনের মধ্যে চোট থেকে সেরে ওঠা পেসার শরিফুল ইসলামকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হতে পারে। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন ক্রিকবাজের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা সবসময় রোটেশন নীতি চালু করার কথা ভাবছি। এটি কেবল মুস্তাফিজের ক্ষেত্রে নয়, আমরা তিন ফরম্যাটেই তা করার কথা ভাবছি। কারণ তাদের পক্ষে তিন ফরম্যাটে খেলা কঠিন।’
‘আমাদের কাছে অন্য কোনো বিকল্প নেই, কারণ আগামী দিনে আমাদের অনেক টেস্ট আছে এবং আমরা আমাদের পেস বোলারদের চাপ দিতে পারি না, কারণ এতে ইনজুরির ঝুঁকি থাকবে।’
২০২১ সালে ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে তামিম ইকবালের না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর বিসিবি রোটেশন নীতি তৈরি করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর খেলোয়াড়দের কার্যক্রম পর্যালোচনা করে রোটেশন নীতি করা হবে।
মুস্তাফিজকে অনেক ভেবেচিন্তে চলমান সিরিজে নেওয়া হয়। প্রথম টেস্টে বেশ কার্যকর ছিলেন তিনি। বাঁ-হাতি পেসার ১৬ মাস পর টেস্ট খেলছেন। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ইঙ্গিত দিয়েছেন, সাদা বলে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।
এ ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘সে চমৎকার বোলিং করেছে। তার নিয়ন্ত্রণ ভালো ছিল। তাকে দেখে শুনে খেলাতে হবে। সে অনেক ক্রিকেট খেলেছে। সে আমাদের একজন গুরুত্বপূর্ণ বোলার।’