ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আরও বাড়তে পারে
আগামী ১০ দিনে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আরও বাড়তে পারে। ব্রহ্মপুত্র নদীর অববাহিকার কিছু পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ঢাকার চারপাশের নদীগুলোতে পানি বাড়তে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি পয়েন্টের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ২৬টির, হ্রাস পেয়েছে ৭৮টির, অপরিবর্তিত রয়েছে ৫টির এবং বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ১০টির। বন্যা প্লাবিত জেলা ১১টি। সাত নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ বন্যা তথ্যকেন্দ্রের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী দুদিন কমতে পারে এবং তারপর বাড়তে পারে। এই সময়সীমার মধ্যে গঙ্গা নদীর অববাহিকায় পানি বিপৎসীমা অতিক্রমের শঙ্কা নেই।
পূর্বাভাসে বলা হয়, দেশের প্রধান সব নদ ও নদীর পানি হ্রাস পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশের উল্লেখযোগ্য নদীর মধ্যে সিলেটের সুরমা নদীর ৮ সেন্টিমিটার পানি কমেছে, কানাইঘাট পয়েন্টে সুরমা নদীতে ১২ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। পুরাতন সুরমা নদীর পানি হ্রাস পেয়েছে। কুশিয়ারা নদীর ৫টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে। কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে। খালিয়াঝুড়ির বাউলাই পয়েন্টে পানি হ্রাস পেয়েছে।
অন্যদিকে, বন্যার তথ্যকেন্দ্র মতে, ঢাকার চারপাশের নদীসমূহের পানি বাড়তে পারে। আপাতত ঢাকার চারপাশের নদীগুলোর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের শঙ্কা নেই।
আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা ছাড়া দেশের অভ্যন্তরে এবং উজানের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কম। এ সময়ে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, ধরলা, দুধকুমার এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি হ্রাস পেতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায়, ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে (জলপাইগুড়ি, সিকিম) মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে ওই সময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এর পরের ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। শরীয়তপুর ও মাদারীপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।