বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট
২০২০ অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলস এবং ৪x৪০০ রিলেতে স্বর্ণ জিতেছেন অলিম্পিক স্বর্ণপদক জয়ী সিডনি ম্যাকলাফলিন। শনিবার ওরেগনের ইউজিনে ইউএস চ্যাম্পিয়নশিপে তাঁর নিজের ৪০০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড ভেঙেছেন।
২২ বছর বয়সী ম্যাকলাফলিন গত বছর টোকিও অলিম্পিকে ৫১.৪৬ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন। এবার ০.০৫ সেকেন্ড কম সময় নিয়ে ৫১.৪১ সময় নিয়ে ফাইনাল জিতেছেন।
বিবিসির খবরে জানা গেছে, এই জয়ের সুবাদে একই ভেন্যুতে জুলাইতে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেন ম্যাকলাফলিন।
২০১৯ সালে দোহাতে তিনি সতীর্থ যুক্তরাষ্ট্রের দালিলাহ মুহাম্মদের কাছে হেরে দ্বিতীয় হয়েছিলেন। যিনি চোটের কারণে ট্রায়াল মিস করেছিলেন।
ব্রিটন উইলসন ১.৬৭ সেকেন্ডে পিছিয়ে দ্বিতীয় হয়েছেন। শামিয়ার লিটল তৃতীয় হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরা তিনে জায়গা করে নেন।
ম্যাকলাফলিন বলেন, ‘আমি শুধু দৌড় শেষ করতে চেয়েছিলাম এবং আমি জানতাম কিছু একটা করা সম্ভব। আমরা যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছি। আমরা সবাই লক্ষ্যে পৌঁছার চেষ্টা করছি।’