রহনপুরের নবনির্বাচিত মেয়র কারাগারে
হত্যা ও নাশকতার মামলায় আত্মসমর্পণের পর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে মুখ্য বিচারিক হাকিমের ‘ঘ’ অঞ্চলের আদালতে আত্মসমর্পণ করেন মেয়র তারিক আহমেদ। শুনানি শেষে বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মাহবুবুল ইসলাম জানান, ২০১৫ সালের ৫ মার্চ গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল এলাকায় পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। এতে ট্রাকচালকের সহকারী সেলিম মারা যান।
এ ঘট্নায় পরে পুলিশ বাদী হয়ে মামলা করে।
এর আগে গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
নজরুল ইসলাম বুধবার সকালে তাঁর বিরুদ্ধে বিচারাধীন হত্যা, নাশকতা, রাষ্ট্রীয় কাজে বাধাসহ সাতটি মামলায় জেলা ও দায়রা জজ আদালতসহ চারটি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
এর মধ্যে আদালত দুটি মামলায় জামিন মঞ্জুর করলেও পাঁচটি মামলায় জামিন নামঞ্জুর করে মেয়র নজরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।