পানের বরজ ভেঙে জমি দখলচেষ্টার অভিযোগ
মাদারীপুরের ডাসারে সৈয়দ শহিদুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তির পানের বরজ ভেঙে দিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারের।
স্থানীয় একটি প্রভাবশালী মহল পানের বরজ ভেঙে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে বলে ভুক্তভোগী জানান। এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও দাবি ভুক্তভোগীর।
ঐতিহ্যবাহী গোপালপুর এলাকার আমিরন নেছা ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি ভুক্তভোগী সৈয়দ শহিদুর রহমান চৌধুরী বলেন, আমার ও আমার ওয়ারিশদের ৪৫ নং গোপালপুর মৌজায় বিআরএস ২৩ নং খতিয়ানে ৬৮৪নং দাগে ৮৯ শতাংশ জমি রয়েছে। সেই জমির একটি অংশে আমি পানের বরজ ও কলাগাছ লাগিয়েছি। কিন্তু একই এলাকার তপন কুমার সরকার তার স্ত্রী অঞ্জনা ও ছেলে তনয় সরকার তাদের নামে একই দাগে ১৮ দশমিক ১৬ শতাংশ জমি কিনেন। পরে তাকে বরজের অন্য এক পাস দিয়ে স্থানীয় সালিশকারীরা তার কেনা জমির দখল বুঝিয়ে দেন। কিন্তু দীর্ঘদিন পরে তপন সরকার স্থানীয় কিছু ভারাটে লোকজন নিয়ে জোরপূর্বক পানের বরজ ও কলাগাছ লাগানোর স্থান দিয়ে জমি দখলে নেওয়ার পাঁয়তারা চালিয়ে আসছেন। সম্প্রতি তারা রাতে আমার লাগানো কলাগাছ কেটে দিয়েছে এবং আজ রাতে আমার পানের বরজ ভেঙে দিয়েছে। এই ঘটনায় কিছুদিন আগে ডাসার থানায় আমি একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। পরে থানা পুলিশ স্থানীয় সালিশকারীদের মাধ্যমে মীমাংসার জন্য বলে যায়। সালিশকারীরা এ ব্যাপারে মীমাংসার জন্য উদ্যোগ নিলেও তপন তাদের অমান্য করে আমার জমি দখলে নেওয়ার জন্য পাঁয়তারা করে আসছেন। আমি তপনের নামে আদালতে মামলা করব। তপন আমাকে সমাজে হ্যায় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে অভিযুক্ত তপন সরকার বলেন, আমার ক্রয়কৃত জমি আমি যেভাবে হোক দখল করব।