ইসরায়েলের ১৪তম প্রধানমন্ত্রী হলেন ইয়ার লাপিদ
ইসরায়েলের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইয়ার লাপিদ। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েল।
খবরে বলা হয়, ইসরায়েলের নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার কারণে লাপিদের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে। আগামী ১ নভেম্বর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন তিনি।
এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নতুন প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে শুভেচ্ছা জানিয়েছেন।
ইয়ার লাপিদ বলেন, ‘ইহুদিদের জন্য শক্তিশালী, ভালো, সমৃদ্ধিশালী, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এটিই আমাদের কাজ এবং এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
এর আগে বৃহস্পতিবার ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত বছর বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে নাফতালি বেনেটের জোট সরকার। কিন্তু, এক বছরের মাথায় এ জোটে ভাঙন ধরে। গত সপ্তাহে নাফতালি বেনেটের সরকার সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেয়।
উল্লেখ্য, আগামী ১ নভেম্বর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন হলে এটি হবে গত চার বছরেরও কম সময়ে দেশটিতে হওয়া পঞ্চম জাতীয় নির্বাচন।