আপনার জিজ্ঞাসা
পালিয়ে বিয়ে করা নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে ই-মেইলের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, পালিয়ে বিয়ে করা নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : পালিয়ে বিয়ে করা নিয়ে ইসলাম কী বলে? যদি পরিবারের অনুমতি না থাকে তাহলে সংসার কি হারাম হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে, পালিয়ে বিয়ে করলে বিয়ের ফরম্যাটটাই শুদ্ধ হয়নি। শরিয়ার নীতি অনুযায়ী হয়নি। তাই বিয়ের চুক্তি শুদ্ধ হয়নি। তবে বিয়ের পরবর্তীতে তাদের সংসারটা হারাম হবে না। তাঁদের বিয়ের পদ্ধতিতে ত্রুটি ছিল। তবে দাম্পত্য জীবন হারাম বা বেদআত হবে না। তাদের বিয়ে হয়েছে কিন্তু পদ্ধতিতে ত্রুটি হয়েছে তবে এটি তাদের সংসারকে হারাম করবে না। আর বিয়ের পরে যদি অবিভাবক অনুমতি দিয়ে দেয় তাহলে ওই ত্রুটিও আর থাকবে না। তখন ওই বিয়ে ত্রুটিমুক্ত হবে।