হজে পৌঁছেছেন ৫৬ হাজার ৯৫২ বাংলাদেশি
বাংলাদেশ থেকে ৩ জুলাই পর্যন্ত ৫৬ হাজার ৯৫২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ হাজার ৬২ জন।
বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছে ১৫৭টি হজ ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬০টি এবং ফ্লাইনাস পরিচালিত ১১টি ফ্লাইট রয়েছে। হজের ভিসা হয়েছে ৯৯.৬৭ শতাংশ।
সৌদি আরবে ৩ জুলাই আরও একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এই নিয়ে এ বছর ১২ জন হজযাত্রীর মৃত্যু হলো। মো. খয়বর হোসেন (৫৫) নামে রংপুর জেলার ওই হজযাত্রী পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর : EF0156162। সৌদি আরবে মোট যে ১২ জন হজযাত্রী মারা গেলেন, এর মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৪ জন।