কাভার্ডভ্যানের ধাক্কায় সড়কে ঝরল দুই প্রাণ
ভ্যানে ফার্নিচার ওঠাচ্ছিলেন ইসরাফিল (২৫) ও ইয়াহিয়া শাজ্জাল (২০)। এ সময় পেছন থেকে একটি বড় কাভার্ডভ্যান তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাঁরা পেশায় ভ্যানচালক। এসময় আরও একজন আহত হয়েছেন।
গতকাল সোমবার দিনগত রাত সোয়া ১টার দিকে উত্তর বাড্ডা প্রগতি সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্য নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘সোমবার দিবাগত রাতে উত্তর বাড্ডা প্রগতি সরণি এলাকায় ভ্যানে ফার্নিচার ওঠাচ্ছিলেন ওই দুই ভ্যানচালক। এ সময় পেছন থেকে আসা একটি বড় কাভার্ডভ্যান তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।’
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘পরে আমরা কাভার্ড ভ্যানটি জব্দ করি। কিন্তু, চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছি। মামলার প্রস্তুতি চলছে।’
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।