নিখোঁজের পাঁচদিন পর সাংবাদিক রুবেলের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমারখালী উপজেলার নির্মাণাধীন গোলাম কিবরিয়া ব্রিজ সংলগ্ন গড়াই নদী থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ-ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। পুলিশ ও নিহতের ছোটভাই মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রুবেল স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন বিডি ডটকমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, গত পাঁচদিন ধরে সাংবাদিক রুবেল নিখোঁজ ছিলেন। আজ দুপুরে গড়াই নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তাঁর পরিবারের লোকজন মরদেহটি শনাক্ত করেন।
ওসি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ৩ জুলাই হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তাঁর পত্রিকা অফিসে ছিলেন। এসময় তাঁর মুঠোফোনে একটি কল এলে তিনি অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ হয়ে যায়। আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করে তার পরিবার।
গতকাল রুবেলের সন্ধান দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে জেলার সর্বস্তরের সাংবাদিকরা। এরপর আজ দুপুরে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়।