ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে পশুর হাট
ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। কোরবানি উপলক্ষে জেলায় প্রায় ১০০ স্থানে বসেছে হাট। এর মধ্যে জেলা সদরেই রয়েছে নয়টি। প্রতিটি হাটেই দেশীয় গরুর পাশাপাশি মহিষ, ছাগলসহ পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু উঠেছে। এদিকে, রোগাক্রান্ত ও ওষুধের মাধ্যমে মোটাতাজা করা পশু শনাক্তে হাটগুলোতে কাজ করছে ভেটেরিনারি মেডিকেল টিম। আর ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেলার বিভিন্ন স্থান থেকে খামারি ও ব্যবসায়ীরা এসব হাটে নিয়ে আসছেন পশু। ছোট-বড় বিভিন্ন আকৃতির পশু থাকলেও ক্রেতাদের দৃষ্টি ছোট ও মাঝারি পশুর দিকেই। তবে, স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার কথা থাকলেও ক্রেতা ও বিক্রেতাদের এ ব্যাপারে উদাসীন থাকতে দেখা গেছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, রোগাক্রান্ত ও স্টেরয়েড যুক্ত পশু শনাক্তে হাটগুলোতে ৫৮টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। অন্যদিকে, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
বিক্রেতারা জানান, গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় তেমন লাভ হচ্ছে না। সামান্য লাভেই ছেড়ে দিচ্ছেন পশু।