২৫০ টাকার ভাড়া ৬০০, অসহায় শরীয়তপুরগামী যাত্রীরা
রাজধানীর যাত্রাবাড়ী থেকে শরীয়তপুর বাসস্ট্যান্ডের ভাড়া ২৫০ টাকা। কিন্তু, যাত্রীদের জিম্মি করে আদায় করা হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করে কোনো লাভ হচ্ছে না। অসহায় হয়ে পড়েছে শরীয়তপুরগামী সাধারণ যাত্রীরা।
এদিকে, শরীয়তপুর পরিবহণের একটি বাসে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় নির্যাতনের শিকার হয়েছেন এটিএন বাংলার সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে পেট্রোলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। শরীয়তপুর পরিবহণের রুট পারমিট বাতিলসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে সাধারণ মানুষ।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার উজ্জ্বল খান তাঁর পরিবারের সদস্যদের নিয়ে যাত্রাবাড়ী থেকে শরীয়তপুর পরিবহণের একটি বাসে শরীয়তপুরের উদ্দেশে রওনা করেন। তাদের কাছ থেকে জনপ্রতি ৬০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে। নির্যাতন ও মান-সম্মানেরর ভয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করতে সাহস পাননি বলে জানান তিনি।
একই উপজেলার হারুন অর রশিদ ভুইয়া বলেন, ‘প্রতিবাদ করলে তো নির্যাতনের শিকার হতে হবে। এগুলো দেখার কেউ নেই। আমরা অসহায়।’ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে বলেন, ‘সংবাদকর্মীসহ যাত্রীদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও ন্যক্কারজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’