প্রেমিকা এড়িয়ে চলছে, কারণ অনুসন্ধানে নিশোর সিরিজ
কয়েক দিন থেকে অন্যমনস্ক আর শঙ্কিত ব্যাংক কর্মকর্তা জিশা এড়িয়ে চলছে তার প্রেমিক ও সহকর্মী আদনানকে। আদনান বুঝতে পারে জিশা কিছু লুকাচ্ছে তার কাছে। আরেক সহকর্মী স্বর্ণাকে সাথে নিয়ে সত্য জানতে নেমে পড়ে আদনান। একে একে তাদের সামনে উম্মোচিত হতে থাকে লুকিয়ে রাখা অনেক সত্য। আদনান কি শেষ পর্যন্ত জানতে পারবে, ঠিক কী হয়েছিল জিশার সাথে?
শিহাব শাহীনের পরিচালনায় সাত পর্বের ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে জানা যাবে এই গল্পের সব রহস্য। প্রথম বারের মতো আফরান নিশো, নাজিফা তুষি আর তাসনিয়া ফারিণকে একসঙ্গে দেখা যাবে।
এই সিরিজের জন্য নিজেকে একদম ভিন্নভাবে তৈরি করেছেন হালের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনি বলেন, ‘আমাকে দেখা যাবে অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত। সেই সাথে বেশ ইন্ট্রোভার্ট। এই চরিত্রটা করার জন্য আমাকে চুল কাটতে হয়েছে। সেই সাথে রোগটা নিয়ে আমাকে অনেক গবেষণাও করতে হয়েছে।’
তাসনিয়া ফারিণ বলেন, ‘এই রকম চরিত্র এর আগে আমি কখনওই করিনি। চরিত্রটা একই সাথে আকর্ষণীয় ও ঝুঁকিপূর্ণ। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা এখন দর্শকের ওপরে।’
নাজিফা তুষি বলেন, ‘এই ঈদটা আমার জন্য আসলে খুব স্পেশাল। এই প্রথম কোনও ঈদে আমার কাজ রিলিজ হচ্ছে।’
এ সিরিজের অন্যান্য চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খানসহ আরও অনেককে।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ঈদের দিন রাত ৮টায় মুক্তি পাবে এই ‘সিন্ডিকেট’ সিরিজ।