সাকিবকে ছাড়াই বিকল্প দল গড়তে হবে
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরেজে সাকিব আল হাসান খেলবেন না, তা আগেই জানিয়ে দিয়েছেন। বিশ্বসেরা এই অলরাউন্ডারের অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি। তাঁকে ছাড়াই আগামীকাল রোববার প্রথম ওয়ানডের লড়াইয়ে নামছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, সম্ভাব্য সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হবে।
তবে সাকিবের অনুপস্থিতিতে একজন উপযুক্ত অলরাউন্ডারের অভাব বোধ করবে বাংলাদেশ। সাকিব ওয়ানডে সিরিজে খেলবেন না কারণ এটি আইসিসি সুপার লিগের অংশ নয়।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘খেলোয়াড়দের ইনজুরি থাকবে, খেলোয়াড়রা বিশ্রামে যাবেন এবং এর মধ্যেই সম্ভাব্য সেরা একাদশ নির্বাচন করতে হবে, এভাবেই খেলতে হবে। আমরা চেষ্টা করব বিকল্প খেলোয়াড়দের দিয়ে ভালো দল তৈরি করতে।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘সাধারণত বাংলাদেশে খুব বেশি অলরাউন্ডার নেই। আমাকে বারবার এই প্রশ্নের উত্তর দিতে হয় (সাকিবকে মিস করব কিনা)। যদি আমাদের দুই-তিনজন অলরাউন্ডার থাকত, যারা সাকিবের তুলনায় ৫০-৫০ বা ৬০-৪০ হতো, তাহলে এই প্রশ্নগুলো উত্থাপিত হতো না।’
গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডে আগামীকাল। পরে দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই।