আপনার জিজ্ঞাসা
আয়াতুল কুরসি শব্দের অর্থ কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের একটি পর্বে ই-মেইলের মাধ্যমে কুমিল্লা থেকে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, আয়াতুল কুরসি শব্দের অর্থ কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আয়াতুল কুরসি শব্দের অর্থ কী?
উত্তর : যে আয়াতে ‘কুরসি’ শব্দটি আছে, সেটি হলো আয়াতুল কুরসি। ‘কুরসি’ শব্দের অর্থ আমাদের ভাষায় হলো ‘আসন’। তবে, আল্লাহ এটা বোঝাননি। এখানে ‘কুরসি’ মানে আল্লাহর পা রাখার জায়গা। এরচেয়ে বেশি ব্যাখ্যা আসেনি। এটার ধরন আল্লাহ ভালো জানেন। এটি আসন নাকি অন্য কিছু, সে ব্যাপারে আমরা জানি না। এর পরিচয় আল্লাহই ভালো জানেন। এরচেয়ে বেশি তথ্য আর কেউ দিতে পারবেন না।