বেতন বাড়ার সঙ্গে সঙ্গে সব স্কুল ফি ডাবল করে দিছে
দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের বেতন-ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। এই বেতন বৃদ্ধির বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে অনুরোধ জানান তিনি।
আজ শনিবার রাজধানীর তোপখানা রোডে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বেতন বাড়ার সঙ্গে সঙ্গে সব স্কুলে ভর্তি ফি ডাবল করে দিছে, টিউশন ফি ডাবল করে দিছে। এইটা তো করার কথা ছিল না। আমরা আশা করব শিক্ষা মন্ত্রণালয় বা সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং যাতে সাধারণ মানুষের ওপর এই জুলুমটা না হয় সেদিকে লক্ষ রাখবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের সম্মানজনক সমাধানে আসতে শিক্ষক ও সরকার দুই পক্ষকেই ভাবতে হবে বলে মনে করেন সুরঞ্জিত সেন। তিনি বলেন, মুখে প্রত্যাখানের কথা বললেও শেখ হাসিনা ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিএনপি পৌরনির্বাচনে যেমন অংশ নিয়েছে, জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনেই তারা অংশ নেবে।
এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল জ্যাকবের মৃত্যুতে শোক প্রকাশ না করায় বেগম খালেদা জিয়ার সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা।