ঈদফেরত যাত্রীর চাপ নেই পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে পারাপারে কোনো ধরনের ভোগান্তি নেই। ফেরিগুলো অনেকটা অলস পড়ে আছে যাত্রী পরিবহণের অপেক্ষায়। আজ বুধবার সকালে ঢাকামুখী যাত্রীদের চাপ একেবারেই দেখা যায়নি।
দীর্ঘ সময় যাত্রী ও পরিবহণের পারাপারের জন্য ফেরি ও লঞ্চকে পল্টুন ও টার্মিনালে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। এককথায়, পাটুরিয়া ঘাট এলাকায় কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না যাত্রীদের।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি রয়েছে ২১টি। এখন যাত্রীর চাপ না থাকায় মাত্র নয়টি ফেরি দিয়ে ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। বর্তমান অবস্থায় এ নয়টি ফেরি পারাপারের জন্য যথেষ্ট বলে জানান এ কর্মকর্তা।