আপনার জিজ্ঞাসা
আল্লাহ খুশি হলে বৃষ্টি দেন—কথাটি কি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৬০তম পর্বে ই-মেইলের মাধ্যমে সাবাহ নামের একজন জানতে চেয়েছেন, আল্লাহ খুশি থাকলে বৃষ্টি, কন্যাসন্তান ও মেহমান পাঠান—এ কথা কি সঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আল্লাহ খুশি থাকলে বৃষ্টি, কন্যাসন্তান ও মেহমান পাঠান—এ কথা কি সঠিক?
উত্তর : আল্লাহ খুশি থাকলে বৃষ্টি, কন্যাসন্তান ও মেহমান পাঠান—এ কথা সরাসরি কোরআন বা হাদিস অথবা কারও বক্তব্যে আসেনি। এরপর বলব—আমরা জানি বৃষ্টি আল্লাহর রহমত। কন্যাসন্তানও আল্লাহর একটি নেয়ামত। তেমনি মেহমানও আল্লাহর নেয়ামত। মেহমানকে সমাদর করা ভালো। মেহমান দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। এই প্রতিটি কাজের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির একটা সম্পর্ক আছে। রাসুল (সা.) মেহমানদের সম্মান করার কথা বলেছেন, কন্যাসন্তানের মর্যাদার কথাও বলেছেন, বৃষ্টির কথাও বলেছেন। এগুলো রহমতের সঙ্গে জড়িত। তবে, আপনি যেটা বলেছেন, সরাসরি এ বাক্যটি আসেনি।