পাবনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক পিকআপটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার জালাপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল (৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) অপরজন উভয়ের চাচা জুরান মোল্লার ছেলে মতিন (৬০)। নিহতরা একই পরিবারের আপন চাচা-ভাতিজা।
স্থানীয়রা জানান, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে একই পরিবারের তিনজন শাহজাদপুরের দিকে যাচ্ছিল। ছোট পাথাইল হাট নামক স্থানে একটি অটোভ্যানের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছেচড়ে যায়। একই সময়ে বিপরীত দিক থেকে একটি পিকআপভ্যান এসে তাদের চাপা দিলে মতিন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা জুয়েল ও সুরুজ্জামানকে এনায়েতপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা মারা যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমল কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।