ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে
জয়পুরহাটে একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় লন্ডভন্ড হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী কয়েকটি ট্রেনের সূচি। এসব ট্রেনের কোনো কোনোটি ১০ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হতে পারে বলে জানা গেছে। এদিকে, যমুনা সেতুর দুই পাড়ের যানজটে বাড়তি সময় লেগে যাচ্ছে বাসযাত্রীদের।
ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলোতে যাত্রীদের বেশ চাপ দেখা গেছে।
তবে, দুঃসংবাদ অপেক্ষা করছিল উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা কয়েকটি ট্রেনের যাত্রীদের। জয়পুরহাটের তিলকপুর স্টেশনে ঢাকাগামী একতা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় আক্কেলপুর স্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, সান্তাহার স্টেশনে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস এবং চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন প্রায় সোয়া পাঁচ ঘণ্টা আটকে থাকে। এ সময় ট্রেনের যাত্রা আট থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ।
ট্রেনের অনির্ধারিত বিলম্বের কারণে নীল সাগর ট্রেনের যাত্রীদের টিকেট ফেরত দেওয়ার সুযোগ দেয় রেলওয়ে।
এদিকে, যমুনা সেতু হয়ে ঢাকায় আসা যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হয়। তবে, ফেরি হয়ে আসা বাসগুলো ঠিক মতোই আসতে পেরেছে।
ক্যাপশন
ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে। ছবি : এনটিভি