মোরশেদের কাছে টাকা ধার চেয়েছিলেন এক বন্ধু : মা
অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হওয়ার একদিন আগে মোরশেদুলের কাছে তাঁর এক বন্ধু টাকা ধার চেয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর মা মোরশেদা বেগম। গতকাল শনিবার রাতে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।
গতকাল নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইলের একটি বাসায় ঢুকে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ওই পরিবারের গৃহকর্তা শফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা (৩৫), তাঁর ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) ও জা লামিয়া (২৫)।
আহাজারি করতে করতে সাংবাদিকদের মোরশেদা বেগম বলেন, ‘কোন বন্ধু বলে এক লাখ টাকা চাইছিল। আমারে কইছে। এক লাখ টাকা চাইছে। আমারে কইছে কেউর তে লইয়া দিতাম (আমাকে বলেছে কারো কাছ থেকে নিয়ে দিতে)।’ কবে চেয়েছিল জানতে চাইলে তিনি জানান, পরশুদিন (বৃহস্পতিবার)।
এই ঘটনার একদিন পরে অর্থাৎ শনিবার নারায়ণগঞ্জে বোনের বাসায় মোরশেদুলসহ পাঁচজন খুন হন। এ সময় বাড়িতে ছিলেন না মোরশেদুলের দুলাভাই শফিক। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক হিসেবে কর্মরত।
শহরের বাবুরাইলের যে বাসায় ঘটনাটি ঘটেছে, তার নাম আশক আলী ভিলা। ছয়তলা ভবনটির মালিক যুক্তরাষ্ট্রপ্রবাসী ইসমাইল হোসেন। বাড়ির নিচতলায় ভাড়া থাকত তাসলিমার পরিবার। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা সেখানে পোশাক তৈরির কাজ করতেন।
গতকাল হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়।