পাঁচ খুনের ঘটনায় মামলা
নারায়ণগঞ্জ শহরের একটি বাসায় ঢুকে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার বেলা সোয়া ১২টার দিকে ওই বাড়ির গৃহকর্তা শফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ থানায় এই মামলা করেন।
নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, মামলায় অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত রাতে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইলের ওই বাসায় ঢুকে শফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা (৩৫), তাঁর ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) ও জা লামিয়াকে (২৫) হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন শফিকের বোনের ছেলে মাহফুজ, তাসলিমার বড় বোনের ছেলে শাহজাদা ও নিহত লামিয়ার স্বামী শরীফ।