যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলি, হামলাকারীসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানীতে একটি শপিংমলে এক বন্দুকধারী হামলাকারীর গুলিতে তিন জন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় রোববারের ওই ঘটনায় অভিযুক্ত হামলাকারীও প্রাণ হারিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম আইসন জানান, অভিযুক্ত ব্যক্তি একটি বন্দুক এবং বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করেন এবং ফুড কোর্টে গুলি চালাতে শুরু করেন।
এক সংবাদ সম্মেলনে গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান বলেন, ঘটনাস্থলের কাছাকাছি থাকা বার্থোলোমিউ কাউন্টির এক ২২ বছর বয়সি সশস্ত্র ব্যক্তি বৈধভাবে আগ্নেয়াস্ত্র বহন করছিলেন। তিনি বন্দুকধারী হামলাকারীকে গুলি করে হত্যা করেন।
আইসন বলেন, পুলিশ ফুড কোর্টের কাছে একটি বাথরুমে থাকা একটি সন্দেহজনক ব্যাকপ্যাক জব্দ করেছে।
ইন্ডিয়ানার রাজধানী ইন্ডিয়ানাপোলিসের মেট্রোপলিটন পুলিশসহ একাধিক সংস্থা ঘটনার তদন্তে সহায়তা করছে।
ইন্ডিয়ানাপোলিসের সহকারী পুলিশপ্রধান ক্রিস বেইলি বলেন, ‘আমাদের দেশে এ রকম আরেকটি ঘটনার কারণে আমরা অসুস্থ হয়ে পড়েছি।’
রোববার রাতে সংশ্লিষ্ট এলাকায় কোনো হুমকির খবর আগে থেকে ছিল না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেন, ‘এ ট্র্যাজেডি আমাদের কমিউনিটির মূলে আঘাত করেছে।’