চ্যাম্পিয়ন হয়ে বসুন্ধরা কিংসের ইতিহাস
জিতলেই শিরোপা নিশ্চিত, হারলে বাড়তো অপেক্ষা—এমন সমীকরণের ম্যাচে নিজেদের অপেক্ষা মোটেই দীর্ঘায়িত হতে দিল না বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিংকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। দুই ম্যাচ হাতে থাকতেই প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলল অস্কার ব্রুসনের দল।
আজ সোমবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। দলের জয়ের ম্যাচে গোল করেছেন মতিন মিয়া ও বিপলু আহমেদ।
দেশের শীর্ষ লিগে অভিষেক হওয়ার পর টানা তিনবার শিরোপা জিতে ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস লিখল বসুন্ধরা কিংস। চলতি লিগে মোট ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে মুকুট ধরে রাখল কিংসরা।
ম্যাচটিতে অবশ্য প্রথমার্ধে জামাল ভূঁইয়াদের সামনে ভুগেছে কিংসরা। ম্যাচের ৩৭তম মিনিটে বসুন্ধরার ডিফেন্ডার ইয়াসিন আরাফাত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এই ধাক্কা খাওয়ার পরও ঠিকই ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় কিংসরা।
ম্যাচের ২৮ মিনিটে দলকে লিড এনে দেন মতিন মিয়া। এরপর বিরতির পর বদলি ফুটবলার বিপলু আহমেদ স্কোরলাইন ২-০ করেন। সঙ্গে সঙ্গে উৎসবের আনন্দে ভাসে বসুন্ধরা কিংসের ভক্তরা।