নায়িকা বর্ষার দাবি, বলিউড থেকে ফোন এসেছে
পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘দিন : দ্য ডে’ সিনেমার প্রচারণায় ফুঁপিয়ে কান্না থেকে শুরু করে অন্য নায়িকাদের খোঁচা দিয়ে আলোচনায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
এবার এই চিত্রনায়িকা দাবি করেছেন, বলিউড থেকে ফোন করে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন শীর্ষ পাপারাজ্জিরা।
রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসের এক অনুষ্ঠানে এই চিত্রনায়িকা বলেছেন, বলিউডের সবচেয়ে বড় ইনস্টাগ্রাম পেজ থেকে ফোন করে তাঁকে প্রশংসা করা হয়েছে।
সেই প্রশংসা প্রসঙ্গে বর্ষার ভাষ্য এমন, “বিগ বাজেটের সিনেমা এত সুপারহিট হয়েছে, যার জন্য আসলে প্রাউড করার মতো। দেখেন কী হয়, ...কোনও একটা দেশে একটা ঘটনা ঘটলে কী হয়; সেটা সমালোচিত হোক আর আলোচিত হোক, সুপারহিট কোনও কিছু হলে, ব্লকবাস্টার কিছু হলে গেলে... যেমন বিদেশের নিউজ আপনারা করতেছেন... সেভাবে কিন্তু বলিউড পর্যন্ত পৌঁছে গেছে বাংলাদেশে একটা সিনেমা হয়েছে ‘দিন : দ্য ডে’; তাঁরা আমাদের নম্বর জোগাড় করে কল করছে...। দেখেন, ইন্ডিয়ার মতো জায়গার সাংবাদিকেরা আমাকে ফোন করে বলছে, অভিনন্দন, তোমরা বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছ। আর কী পাওয়া...।”
বর্ষাকে ফোন করে প্রশংসার খবর নিশ্চিত করা না গেলেও সম্প্রতি বলিউডের ভিডিও প্রকাশ করে এমন পাপারাজ্জিদের একাধিক জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের ‘দিন : দ্য ডে’ সিনেমার প্রচারণা করা হয়েছে। অনেকের দাবি, এমনটা সাধারণত বলিউডের সিনেমার প্রচারণার জন্য আর্থিক লেনদেনের মাধ্যমে করা হয়ে থাকে।
‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।
সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।