ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বরিশালের বাকেরগঞ্জে মিনিবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ চার যাত্রীর মৃত্যু হয়েছে। বাকেরগঞ্জের হেলিপ্যাড-সংলগ্ন সড়কে আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া দুর্ঘটনায় আহত তিন জনকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আলাউদ্দিন মিলন বলেন, ‘বাসটি পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল। অপরদিকে, ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে বাকেরগঞ্জ থেকে যাচ্ছিল। পথে দুটি যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ চার জন নিহত হয়। এবং একটি শিশুসহ তিন জন আহত হয়েছে। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যা ঘাত ঘটলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।’
ওসি আরও বলেন, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। এবং বাসের কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী মানিক মিয়া বলেন, ‘বাসটি হঠাৎ করে ডানে চলে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা বাসের পেছনে থাকা একটি অটোরিকশায় ছিলাম। তারপর আমি আর আমার ছেলে অটো থেকে নেমে সাত জনকে হাসপাতালে পাঠিয়েছি। যারা আহত, তাদের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনায় কার দোষ বুঝতে পারছি না।’
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল বলেন, ‘ঘটনাস্থলে চার জন নিহত হয়েছে। বাকি তিন জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ও নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনও।’