নওগাঁয় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নওগাঁর আত্রাই উপজেলায় একই কক্ষে ঝুলছিল স্বামী ও স্ত্রী। আজ বুধবার বেলা ১২ টার দিকে বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের সেই ঘর থেকে তাঁদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা পুলিশের।
নিহতরা হলেন—মাসুম আলী সরদার (২১) ও তাঁর স্ত্রী লিমা খাতুন (১৯)।
নওগাঁর আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, নিহত মাসুম আলী সরদার ও তাঁর স্ত্রী লিমা খাতুন প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও পরিবারের সস্যদের সঙ্গে রাতের খাবার শেষে ঘুমাতে যান। আজ বুধবার অনেক বেলা হলেও ঘরের দরজা না খোলায় ডাকাডাকি করেন পরিবারের লোকজন। পরে তারাসহ প্রতিবেশীরা ঘরে গিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পার। এরপর আত্রাই থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১২ টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে—জানান ওসি মো. তারেকুর রহমান সরকার। তিনি বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতনদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে আত্রাই থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।’