ভারতের উড়োজাহাজবাহী রণতরিতে আগুন
ভারতের উড়োজাহাজবাহী রণতরি আইএনএস বিক্রমাদিত্যে অগ্নিকাণ্ড ঘটেছে। ভারতের কর্ণাটক রাজ্যের উপকূলে থাকা অবস্থায় এ আগুনের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। বুধবার ভারতের নৌবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পরপরই ররণতরিতে থাকা ক্রুরা তা নিয়ন্ত্রণে আনেন। নৌবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তবে, ক্ষয়ক্ষতি না হলেও অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।
২০১৪ সালে রাশিয়ার কাছ থেকে ২৩০ কোটি মার্কিন ডলার দিয়ে রণতরিটি কিনেছিল ভারতীয় নৌবাহিনী। এ রণতরিতে রাশিয়ার তৈরি মিগ–২৯কে যুদ্ধবিমান এবং কামোভ হেলিকপ্টার রয়েছে।
আইএনএস বিক্রমাদিত্য রণতরিটি ২৮৪ মিটার লম্বা এবং প্রস্থে ৬০ মিটার।