বরিশালে মাইক্রোবাসকে বাসের ধাক্কা, নিহত ৫
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় বাসের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত চার জনের নাম জানা গেছে। তাঁরা হলেন—রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান ও নুরুল আমিন। তাঁরা সবাই গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এ ছাড়া দুটি যানের ১২ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম বলেন, ‘পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল মোল্লাহ পরিবহণের একটি বাস এবং ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল একটি একটি যাত্রীবাহী মাইক্রোবাস।’
সার্জেন্ট মাহাবুব ইসলাম আরও বলেন, ‘উজিরপুরের নতুন শিকারপুরে এলে মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোল্লাহ ট্রাভেলসের বাসটি সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে।’
এ ছাড়া সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, বাসচালক বা তাঁর সহকারীকে আটক করা যায়নি। তবে, বাস ও মাইক্রোবাস পুলিশের হেফাজতে রয়েছে।