ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে জেরা, দিল্লিতে বিক্ষোভ
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে প্রায় দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের অর্থনৈতিক দুর্নীতিসংক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় আজ বৃহস্পতিবার তাঁকে জেরা করা হয়। পরে তিনি কোভিড-১৯ থেকে মাত্রই সেরে উঠছেন জানিয়ে অনুরোধ করলে প্রথম দিনের মতো শেষ হয় জেরা। এদিকে, সোনিয়া গান্ধীর জেরার ঘটনায় দিল্লিতে বিক্ষোভ করেন তাঁর দলের নেতাকর্মীরা। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদন বলছে, স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ কন্যা প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে সোনিয়া উপস্থিত হন এ পি জে আবদুল কালাম রোডে ইডির দপ্তরে। এর আগে কংগ্রেস নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখান। এরই মধ্যে যথাযথ নিরাপত্তায় সোনিয়া সেখানে পৌঁছান।
সূত্র জানায়, সমন যাচাইকরণ এবং উপস্থিতিপত্রে স্বাক্ষরের মতো কিছু আনুষ্ঠানিকতা শেষে বেলা সাড়ে ১২টার দিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
পিটিআই বলছে, চিকিৎসার ভিত্তিতে সোনিয়ার অনুরোধে তাঁকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তদন্তটি ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের আর্থিক অনিয়মের সঙ্গে সম্পর্কিত।
এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত জুন মাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জেরা করেছিল ইডি। পাঁচ দিন ধরে রাহুলকে দফায় দফায় জেরা করা হয়। সেই সময় সোনিয়াকেও হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, কোভিড আক্রান্ত হওয়ায় তাঁকে তখন অব্যাহতি দেওয়া হয়।
রাহুলের জেরা শুরু হলে কংগ্রেসের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তাঁরা বিক্ষোভ করেন। আজ বৃহস্পতিবার সোনিয়া ইডিতে হাজিরা দিতে গেলে দিল্লিতে বিক্ষোভ করেন দলীয় নেতাকর্মীরা।
আগের দিন, বিরোধীরা একটি যৌথ বিবৃতি জারি করে গান্ধীর কাছে ইডির তলবের নিন্দা করে, এটিকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ‘প্রতিহিংসার বশবর্তী কর্মকাণ্ড’ বলে অভিহিত করা হয়৷