১০ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল দীর্ঘ ১০ মাস। আজ শনিবার তা আবার শুরু হয়েছে। এদিন দুপুর ১টা থেকে আমদানি করা চাল বহন করে ভারতীয় ট্রাকগুলো বন্দরে ঢোকে।
হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, সরকার দেশে চালের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে শুল্ক কমিয়ে ভারত থেকে চাল আমদানি করার সিদ্ধান্ত নেয়। ফলে, শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
গত বছরের ৩১ আগস্ট থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। আজ শনিবার নওগাঁর এ কে ট্রেডিং নামে আমদানিকারক প্রতিষ্ঠান আমদানি শুরু করেছে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুরল আলম খান জানান, আমদানিকারকরা আজ শনিবার ২৫ শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি করছেন।