কার্যালয় ঘেরাও করতে এলে চা খাইয়ে তাঁদের কথা শুনব : বিএনপিকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে এলে বাধা নয়, বরং বিএনপির নেতাদের চা খাইয়ে তাদের কথা শোনা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসতে গেলে বাংলামোটরে যে বাধা দেওয়া হয়, আমি প্রশাসনকে বলবো সেটি যেন না দেওয়া হয়।
শোকাবহ আগস্ট মাস উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কর্মসূচি জানাতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার বিকেলে বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে শেখ হাসিনা একথা বলেন। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগের সমালোচনাকারীদের উদ্দেশ্যে শেখ হাসিনা আরও বলেন, কে কী বললো, তা নিয়ে চিন্তা করার সময় নেই সরকারের। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের উন্নতি হয়, ভাগ্য বদল হয়, তা আজ প্রমাণিত।
বিএনপির সরকার বিরোধী আন্দোলনের সমালোচনা করে সরকার প্রধান বলেন, শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও করতে এলে বিএনপিকে বাধা দেওয়া হবে না। আমি ডেকে নিয়ে সরাসরি তাদের কথা শুনবো। তাদের চা খাওয়াবো। তবে কোনো সহিংস কর্মকাণ্ড করলে ছাড় নয়।
আবারও বন্যা আসতে পারে এই আশঙ্কার কথা জানিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহবানও জানান শেখ হাসিনা।
এ সময় বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রান্তে আওয়ামী লীগ নেতাদের মধ্যে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, এ এইচম এম খায়রুজ্জামান লিটন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।