দেশ একজন দেশপ্রেমিক রাজনীতিক হারাল : ডেপুটি স্পিকারের মৃত্যুতে ঢাবি উপাচার্য
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, তিনি ছিলেন পরিশীলিত ও রসবোধসম্পন্ন একজন প্রজ্ঞাবান মানুষ। তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক ও নীতিবান রাজনীতিককে হারাল।
আজ শনিবার এক শোকবার্তায় উপাচার্য এ কথা বলেন।
উপাচার্য বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ফজলে রাব্বী মিয়া ছিলেন বিদগ্ধ পার্লামেন্টারিয়ান ও বয়োজ্যেষ্ঠ খ্যাতিমান রাজনীতিক। তিনি গাইবান্ধা-৫ আসন থেকে বহুবার বিপুল জনসমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করেন।’
ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ফজলে রাব্বী মিয়া আজ শনিবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।