৬ তলা থেকে পড়ছিল ২ বছরের শিশু, ভাগ্যিস!
রাখে আল্লাহ মারে কে—মাঝেমধ্যে এমন সব ঘটনা আমাদের নজরে আসে, তখন ওই বাক্যটি আওড়ানো ছাড়া আর কী-ই বা বলার থাকে!
ইন্ডিয়া ডটকমের খবর, এক ব্যক্তির নায়কোচিত কাণ্ডে বেঁচে গেছে এক শিশু, যে কি-না পড়ছিল সুউচ্চ ভবন থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব-চীনে। মূল ভিডিও টুইটারে পোস্ট করা হয়েছে ওয়েইবো নামক অ্যাকাউন্ট থেকে। পরে সেটি অন্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
ইন্ডিয়া ডটকমের দাবি, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র ও ডিডিজি লিজিয়ান ঝাও টুইটারে সেই ভিডিও শেয়ার করে লিকেছেন—আমাদের নায়কেরা। ক্লিপটি এরই মধ্যে এক লাখ ৪০ হাজারের বেশি ভিউ পেয়েছে।
ওই ভবন থেকে আসা চিৎকার শুনতে পান শেন ডং। এরপর তিনি বুঝতে পারেন ওই বিল্ডিং থেকে দুই বছরের এক কন্যাশিশু পড়ে যাচ্ছে। তিন দৌড়ে যান, সঙ্গে এক নারীও ছিল। ওই সময় শেন মুঠোফোনে কথা বলছিলেন। তৎক্ষণাৎ মুঠোফোনটি ছুড়ে ফেলে কন্যাশিশুকে ধরে ফেলেন তিনি। শিশুটিকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটি আহত হয়েছে বটে, তবে এখন আশঙ্কামুক্ত।
দেখুন ভিডিও :
আবারও শুরুর বাক্যটি বলতে হয়, তাই না?