অক্ষর প্যাটেলের দাপটে সিরিজ ভারতের
শততম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বড় পুঁজি এনে দিয়েছেন শাইপ হোপ। কিন্তু তবুও দলকে উদ্ধার করতে পারলেন না এই ওপেনার। উল্টো ঝড়ে তুলে ভারতকে পথ দেখালেন অক্ষর প্যাটেল। তাঁর দাপটে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে থাকতেই জিতে নিল ভারত।
ত্রিনিদাদে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়েছে ভারত। টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
রোববার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩১১ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি হাঁকান শাই হোপ। ১৩৫ বলে ১১৫ রানের ইনিংস উপহার দেন তিনি। যা সাজানো ছিল ৮ বাউন্ডারি ও তিন ছক্কা দিয়ে। এ ছাড়া ৭৪ রান করেন নিকোলাস পুরান। বাকিরাও রেখেছেন অবদান।
কিন্তু এই বড় লক্ষ্য নিয়েও জয় পেল না ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে স্বাগতিকদের ৩১১ রান ২ বল বাকি থাকতে ছাড়িয়ে যায় ভারত। শেষ ১০ ওভারে ১০০ রানের সমীকরণ মিলিয়ে ভারতের জয়ের নায়ক অক্ষর। ক্যারিয়ারের প্রথম ফিফটিতে তিনি ৩৫ বলে তিন চার ও পাঁচ ছক্কায় অপরাজিত থাকেন ৬৪ রানে। ফলে হতাশা নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩১১/৬ (হোপ ১১৫, মেয়ার্স ৩৯, ব্রুকস ৩৫, কিং ০, পুরান ৭৪, পাওয়েল ১৩, শেফার্ড ১৪*, আকিল ৬*; সিরাজ ১০-১-৪৬-০, আভেশ ৬-০-৫৪-০, শার্দুল ৭-০-৫৪-৩, হুডা ৯-০-৪২-১, অক্ষর ৯-১-৪০-১, চেহেল ৯-০-৬৯-১)।
ভারত: ৪৯.৪ ওভারে ৩১২/৮ (ধাওয়ান ১৩, গিল ৪৩, শ্রেয়াস ৬৩, সূর্যকুমার ৯, স্যামসন ৫৪, হুডা ৩৩, অক্ষর ৬৪*, শার্দুল ৩, আভেস ১০, সিরাজ ১*; জোসেফ ১০-১-৪৬-২, সিলস ১০-০-৪০-১, শেফার্ড ১০-০-৬৯-১, মেয়ার্স ৭.৪-০-৪৮-২, আকিল ৯-০-৭২-১, ওয়ালশ ৩-০-২৪-০)।
ফল: ২ উইকেটে জয়ী ভারত।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত।