ভারতের উত্তরপ্রদেশে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাবাঁকি জেলায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুটি বাসের সংঘর্ষে আজ সোমবার আট জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকদের আশঙ্কা।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার সকালে বিহার থেকে দুটি বাস দিল্লির দিকে যাচ্ছিল। উত্তরপ্রদেশের লখনৌ থেকে ৩০ কিলোমিটার দূরে বারাবাঁকি জেলায় দুটি বাসের ধাক্কা লাগে। দুমড়েমুচড়ে যায় দুটি বাস। তড়িঘড়ি করে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধার করেন আহতদের। খবর পেয়েই দ্রুত পৌঁছায় পুলিশ। তাদের লখনৌয়ের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। গুরুতর আহত তিনজনকে লখনৌয়ে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে পাঠানো হয়েছে।
এদিকে মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।