করোনায় যুক্তরাষ্ট্রের ‘উচ্চ ঝুঁকির’ তালিকায় বাংলাদেশ
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পক্ষ থেকে এ সতর্কতা জারি করা হয়। সিএনএন আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশসহ মোট ছয়টি দেশকে লেভেল ৩ ক্যাটাগরিতে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত করে সিডিসি। অপর পাঁচ দেশ হলো বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর ও হন্ডুরাস। তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে।
বর্তমানে ১২০টিরও বেশি গন্তব্যকে লেভেল ৩ ক্যাটাগরিভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ২৩৫টি গন্তব্যের কোভিড পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে দেশটি। এর প্রায় অর্ধেক জায়গায়ই মার্কিনিদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে।
সাধারণত ২৮ দিনে প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের কোভিড শনাক্ত হওয়া দেশগুলোকে এই তালিকায় যুক্ত করে সিডিসি।