শুরুর ঠিকানায় ফিরছেন সুয়ারেজ
ক্লাব ক্যারিয়ারের অনেকটা সময় ইউরোপে কাটিয়ে দিয়েছেন লুইস সুয়ারেজ। এবার ফিরছেন তাঁর শুরুর ঠিকানায়। নিজের শৈশবের ক্লাব ন্যাসিওনালে ফিরে যাচ্ছেন উরুগুয়ে তারকা। শৈশবের ক্লাবে নতুন করে ফেরার বার্তা নিজেই দিয়েছেন এই তারকা ফুটবলার।
এক ভিডিও বার্তায় দক্ষিণ আমেরিকার ক্লাব ন্যাসিওনালে যাওয়ার ঘোষণা দিয়েছেন সুয়ারেজ। এরই মধ্যে ক্লাবটির সঙ্গে চুক্তি করার সম্মতিও দিয়ে দিয়েছেন তিনি। শুধু বাকি আনুষ্ঠানিকতা।
২০০৫ সালে এই ন্যাসিওনালেই সিনিয়র ক্যারিয়ার শুরু করেন সুয়ারেজ। এবার নতুন করে ফিরছেন পুরোনো ক্লাবে।
ভিডিও বার্তায় সুয়ারেজ বলেছেন, ‘সম্প্রতি আমি ও আমার পরিবার, আমরা যে ভালোবাসা পেয়েছি তার জন্য আপনাদের প্রথমে ধন্যবাদ। যে ভিডিও বার্তা আমরা পেয়েছি এই পরিস্থিতিতে, সেগুলো আমাদের হৃদয় ছুঁয়েছে। এটা রোমাঞ্চকর। ন্যাসিওনালের সঙ্গে আবারও খেলতে পারার সম্ভাবনা নাকচ করা অসম্ভব। ক্লাবের সঙ্গে আগাম চুক্তির সম্মতি হয়েছে এবং কয়েকদিনের মধ্যে সেটা চূড়ান্ত হবে। আমি আশা করি সময়টা উপভোগ করব, আপনাদের সঙ্গেও দেখা হবে।’