লোডশেডিং সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে নাগরিক ঐক্যের মিছিল-সমাবেশ
সারা দেশে লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে নাগরিক ঐক্য। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম এ কবীর হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাহবুব হোসেন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দীপু, নাগরিক নারী ঐক্যের সদস্য সচিব ফেরদৌসি আক্তার এবং নাগরিক যুব ঐক্য, ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।
মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ব্যাখ্যা করেছে, এই লোডশেডিং কেন যৌক্তিক, ডলারের দাম ১১২ টাকা হয়েছে। মন্ত্রী সাহেবরা এখন কথা বলতে সাহস পাচ্ছেন না। এখন সচিবরা কথা বলেন। তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা করতে হয় না। অবশ্য আজকাল আওয়ামী লীগেরও জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। তাদের ভোটেরও দরকার হয় না। দরকার লাগলে চুরি করে, ছিনিয়ে নেয়, ডাকাতের মত পিস্তল দেখিয়ে কেড়ে নেয়।
তিনি আরও বলেন, সকাল বেলা শুনলাম আমাদের দেশে নাকি ইউক্রেন যুদ্ধের কারণে লোডশেডিং বেড়েছে, জ্বালানি সংকট দেখা দিয়েছে। যুদ্ধ হচ্ছে ইউক্রেনে। এর আগে ইউক্রেন থেকে কতটুকু জ্বালানি নিয়ে আসছেন? কোন দেশ থেকে কতটুকু জ্বালানি নিয়ে আসছেন, এটা বাংলাদেশের মানুষ জানে।
এ সময় তিনি গ্যাস সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন।
প্রতিবাদ সমাবেশ শেষ করে দলের সভাপতির নেতৃত্বে মিছিল করে প্রেসক্লাব, হাইকোর্ট, পল্টন, বিজয়নগর হয়ে পল্টন এসে মিছিল শেষ হয়।