যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেন্টাকি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) এসব মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। বন্যাকবলিত এলাকায় চলছে উদ্ধার কাজ। খবর রয়টার্সের।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসির, বৃহস্পতিবার সন্ধ্যায় টুইটার বার্তায় বলেছেন, অঙ্গরাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে। তিনি আগেই ধারণা করেছিলেন, এবারও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।
অ্যান্ডি বেসির এক জরুরি ঘোষণায় বলেছেন, ‘আমরা বর্তমানে কেন্টাকির ইতিহাসে সবচেয়ে খারাপ ও সবচেয়ে বিধ্বংসী বন্যার ঘটনাগুলোর মধ্যে একটির সম্মুখীন হচ্ছি।’
বিধ্বংসী এ বন্যার ফলে শত শত লোক তাঁদের ঘরবাড়ি হারাবেন বলেও আশঙ্কা করছেন কেন্টাকির গভর্নর।
গভর্নরের তরফে ত্রাণ কার্যক্রমের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। বিপজ্জনক পরিস্থিতি এবং অব্যাহত বৃষ্টির কারণে বৃহস্পতিবার উদ্ধার তৎপরতা ব্যাহত হয় বলেও জানান তিনি।