জিম্বাবুয়ে সিরিজ হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তরুণ বাংলাদেশ দল পাঠানো হয়েছে। দলে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম নেই। তাঁদের বিশ্রাম দেওয়া হয়। নুরুল হাসান সোহানকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলের অন্যতম সিনিয়র খোলোয়াড় সাকিব আল হাসান এই সিরিজ থেকে বিশ্রাম নিযেছেন। তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে হয়তো সাকিব নেতৃত্ব দিতে পারেন।
এ ব্যাপারে ক্রিকবাজকে সাকিব বলেন, ‘আমি মনে করি এই সিদ্ধান্তের যৌক্তিকতা আছে। সোহান (নুরুল) অধিনায়কের যোগ্য। বিসিবি মনে করে সে ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, তাই তারা তাকে এই দিয়িত্ব দিয়েছে। আমি তাকে শুভেচ্ছা জানাই। জিম্বাবুয়ে সিরিজ তার জন্য চ্যালেঞ্জিং, কিন্তু আমি আশা করি সে পারবে। সেই চ্যালেঞ্জ কাটিয়ে উঠুক।’
এদিকে অলরাউন্ডার মাহেদী হাসান মিরাজ বলেছেন, সিরিজটি একটি বড় পরীক্ষা হবে। কারণ তরুণরা সিনিয়রদের পরামর্শ পাবে না।
এ ব্যাপারে মিরাজ বলেন, ‘সাকিব ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই বলতেন... 'এই ব্যাটসম্যানকে এভাবে বোলিং করো বা এই বলের বিপক্ষে এভাবে খেলো', কিন্তু এই সিরিজে কেউ আমাদের বলবে না এবং সবাইকে তাদের নিজের কাজ করতে হবে। প্রত্যেকেই এক বা দুই বছর ধরে খেলেছে এবং মাঠে তাদের নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারে, এটা বিবেচনায় ভালো।’
তরুণ এই অলরাউন্ডার আরও বলেন, ‘এমন একটা সময় আসবে, যখন সিনিয়রদের পাওয়া যাবে না, আমাদের ব্যাচের কয়েকজন খেলোয়াড় সিনিয়র হয়ে যাবেন। সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই এক সময় জুনিয়র ছিলেন। যখন সাকিব ভাই ওয়ানডে স্কোয়াডের নেতৃত্বে ছিলেন। ২০১১ সালে তার বয়স ছিল মাত্র ২২ বছর। তারপর থেকে খেলে তিনি এতদূর এসেছেন।
বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ, যিনি ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে গিয়েছিলেন। এবার জিম্বাবুয়ে সফরের দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে যান। এই সিরিজ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হতে পারে।